বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে নিবিড় আহাম্মেদ এর কথায় তামিম ইসলামের “তোমার জন্য”

বিনোদন প্রতিবেদকঃ “তোমার জন্য ” শিরোনামে গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক তামিম ইসলাম। সুর ও সংগীত তার নিজের করা।তার সাথে দ্বৈত কন্ঠে ছিলেন সুমা। লিখেছেন নিবিড় আহাম্মেদ ।এ প্রসংগে তামিম ইসলাম জানান,” গানটি সেমি ক্ল্যাসিক্যাল ধারার।কথা সুর গায়কী সব মিলে গানটি চমৎকার হয়েছে। আশা করি শ্রোতারা দারুণ একটি গান উপভোগ করবেন।

এই বিভাগের আরো খবর