মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার (২০ আগষ্ট ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) মোঃ রবিন (৩০),পিতামৃত-কুটি মিয়া, গ্রাম- বানিয়াছল,থানা ও জেলা-নরসিংদীকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫ (পাঁচ) টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ ।