শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি অব্যহত : ৫০ হাজার মানুষ পানি বন্দি

শেরপুর প্রতিনিধি :শেরপুরে ব্রক্ষপুত্র নদের পানির বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে শেরপুর সদর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার ৮টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ারদোকান ও শিমুলতলীতে দুটি কজওয়েতে ৫ফুট উচু হয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শেরপুরের সাথে যমুনা সার কারখানাসহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

পাটের আবাদ, সবজি, আউশ ধানের ফসল ও আমন ধানের বীজতলা পানির নীচে তলিয়ে গেছে। চরপক্ষীমারীর কুলুরচর ব্যাপারী পাড়াসহ ১০টি গ্রামের শতশত মানুষ বাধে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসব ইউনিয়নে ১২ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক দূর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর