শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎ কর্মচারির মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সোহেল রানা (৩৫) নামে বিদ্যুৎ কর্মচারির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১৫ আগষ্ট শনিবার রাতে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায়। সোহেল রানা উপজেলা সদরের নিজাম উদ্দিনের ছেলে ও উপজেলা বিদ্যুৎ বিভাগের একজন গাড়ি চালক ছিলেন। সোহেল রানার পারিবারিক ও স্হানীয়,সুত্রে জানা গেছে, ঘটনার রাতে সোহেল তার এক বন্ধুকে নিয়ে সন্ধ্যাকুড়া এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গুরুতরভাবে আহত হয় সোহেল। পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর