সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে আরো ২ জনের করোনা শনাক্ত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে আরো ২জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা হলেন উপজেলার হাতিবান্দা গ্রামের ফকরুল ইসলাম (৮৩) অপর এক জন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্হ্য সহকারি রোকশানা আক্তার। ১৬ আগষ্ট রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন ১২ আগষ্ট তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হলে তাদের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে এ উপজেলায় ৩২জন করোনায় আক্তান্ত হলো। এদের মধ্যে ২৭জন সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন। ৬ জন চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।

এই বিভাগের আরো খবর