স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় মরহুম আলাউদ্দিন তালুকদার স্মৃতি সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উরফা ইউনিয়নের লয়খা পিরপাল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাসনখিলা দল ২ গোলে রানী শিমুল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা পরিষদের ভাইস মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্রোসহ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।