শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনী আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ গ্রেফতার     

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী,পেশাদার খুনী মোঃ শাহ পরান আগ্নেয়াস্ত্র,কার্তুজসহ গ্রেফতার। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  খুন,অস্ত্র, ডাকাতি প্রস্তুতি,চাঁদাবাজি ও মাদক মামলার আসামী নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনী শাহ পরানের নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক টিম তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করে আসছিলো। নরসিংদী শহরের বেপারীপারা, দত্তপাড়া, শ্বশ্মানঘাট, কাউরিয়াপাড়া এলাকায় তার ছত্রছায়ায় একাধিক মাদক মামলা ব্যবসায়ী ও সন্ত্রাসী দল বেআইনি কার্যকলাপ সংঘটিত করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানায় এসআই অনুপ কুমার ধরের নেতৃত্বে একটি দল শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা হতে (০৩ আগষ্ট) ১৮:৪৫ ঘটিকায় শাহ পরান কে গ্রেফতার করেন। শাহ পরানকে তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে মর্মে স্বীকার করে। পুলিশের অভিযানিক দলটি শাহ পরানকে নিয়ে তথ্যমতে অস্ত্র উদ্ধারের খোঁজে বের হয়। আসামী শাহ পরানের তথ্য মতে (০৪ আগষ্ট)  নরসিংদী মডেল থানাধীন কাউরিয়াপাড়া মহল্লার লঞ্চঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের পিছনে আলীজান জুট মিলস্ ও আবহাওয়া অফিসের বাউন্ডারি সংযোগ স্থানে মাটির নিচ হতে পলিথিন কাগজে মুড়ানো অবস্থায় ০১ টি দেশীয় তৈরী এলজি বন্ধুক ও ০৩( রাউন্ড) কার্তুজ উদ্ধার করেন।আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১টা হত্যা মামলা,১টা অস্ত্র  মামলা,১টা ডাকাতি মামলা,১টা চাঁদাবাজি মামলা,২টা মাদক মামলা,১টা অন্যান্য সহ মোট ০৭(সাত) টা মামলা আছে।আসামী শাহ পরানের বিরুদ্ধে ০৬(ছয়) টা গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।
ধৃত আসামীঃ
(১) মোঃ শাহ পরান (৩২),পিতা-হারুন অর রশিদ,সাং-৫০/২২ পশ্চিম দত্তপাড়া, থানা ও জেলা-নরসিংদী।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ০১(এক) টি দেশীয় তৈরী এলজি বন্দুক,যাহা কাঠের বাটসহ লম্বা ১২ ইঞ্চি,যাহার বাটে কালো স্কচটেপ মুড়ানো।
(২) ০৩(তিন) রাউন্ড সীসা বুলেট।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরো খবর