শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ  বুধবার (০৫ আগষ্ট ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর পৃথক অভিযানে জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করেন। এসআই মাহমুদুল হাসান নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) মোসাঃ রেনু বেগম(৪৬), স্বামীমৃত-মনু মিয়া, মহল্লা -বানিয়াছল,(২) সঞ্জয় সূত্রধর (২৫),পিতা-শংকর সূত্রধর, মহল্লা -বৌয়াকুড়,উভয় থানা ও জেলা-নরসিংদীদের দখল থেকে  ০১(এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রেনু বেগমের বিরুদ্ধে ইতোপূর্বে ০৭ (সাত) টা মাদক মামলা আছে।
 অপরদিকে, পৃথক অভিযানে এসআই তাপস কান্তি রায় শিবপুর মডেল থানাধীন জয়নগর এলাকা হতে  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) ফজর আলী @ ফয়সাল (৩৮),পিতামৃত-রমিজ উদ্দিন গ্রাম -আষ্টআনী,থানা-শিবপুর,জেলা-নরসিংদীর দখল হতে ৬৫(পয়ষট্টি) পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ফয়সালের  বিরুদ্ধে ইতোপূর্বে ০৭ (সাত) টা মাদক মামলা আছে।
আরেক  পৃথক অভিযানে এসআই নূরে আলম হোসাইন শিবপুর থানাধীন শিমুলিয়া এলাকা হতে ০৪/০৮/২০২০ খ্রিঃ তারিখ ২২:৫৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)মাসুম(৩৪),পিতা-সবুজ সরকার,
(২)ফরিদ(৩৫),পিতা-মোঃ ছানা মিয়া উভয়সাং-শিমুলিয়া,থানা-শিবপুর, জেলা- নরসিংদীদের দখল হতে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে।
অভিযানে সর্বমোট ইয়াবা উদ্ধার ১২০ (একশত বিশ) পিস ও গাঁজা ০১ (এক) কেজি। এ সংক্রান্তে পৃথক পৃথক ভাবে সংশ্লিষ্ট থানায় তিনটা নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর