মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদ ও আলোচনা সভা

রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫ টার সময় একটি বিক্ষোভ র্যালি গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মেহেরপুর জেলা আহবায়ক আরিফুল এনাম বকুল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জীবন আকবর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আহমদ আলী, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম তোহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিয়ার রহমান মতিন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (মিঠু), সৈয়দ ওমর আলী তাপু। এ সময় পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর