মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র মারাকের কবরস্থ সম্পন্ন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র মারাকের কবরস্থ সম্পন্ন হয়েছে। নরেন্দ্র মারাক উপজেলার নওকুচি বানাইপাড়া গ্রামের মৃত জগেন্দ্র সাংমার ছেলে। ২২ আগষ্ট শনিবার বিকেল ৩ টা ৩০ মিনিটে নরেন্দ্র মারাক বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। এসময় স্ত্রী, ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ২৩ আগষ্ট তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলের তোরা দিয়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাঈম শেষ শ্রদ্ধা জানান । এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবদীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান, ডেপুটি কমান্ডার সামছুল আলম ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ও ধর্মীয় প্রার্থনা শেষে বাড়ীর পাশে তাকে কবরস্থ করা হয়।

এই বিভাগের আরো খবর