শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাসুদ আহমেদ খান, (পলাশ) নরসিংদীঃ নরসিংদী জেলার পলাশ উপজেলায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পলাশের আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলার নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে, পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যান নরসিংদীর ভাইস প্রেসিডেন্ট মোঃ শেখ খোরশেদ আলম সহ আরও অনেক জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরো খবর