শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে ধানের চারা বিতরণ ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপন উদ্বোধন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী জাতের রোপা আমন ধানের চারা বিতরণ ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫আগস্ট) সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী গ্রামে ধানের চারা বিতরণ ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসকল চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান ও যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম ও আসাদুল হক বাবু, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন পদ্ধতিটি দ্রুত ও অধিক কার্যকরী, এতে সময় ও শ্রম অনেক কম লাগে। এটি দিয়ে এক বিঘা জমিতে চারা রোপন করতে এক ঘন্টা সময় রাগে ও এক লিটার পেট্রোল জালানী হিসেবে ব্যয় হয়। ধানের চারার কোন প্রকার অপচয় হয়না, তাছাড়া চারা রোপনে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে, ফলে প্রতিটি চারা সমভাবে আলো, বাতাস ও খাবার পায়।

এই বিভাগের আরো খবর