বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শোকের মাসে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যেগে মুজিব কর্ণার স্থাপন

শফিউল আলম লাভলু: আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন উন্নত মানের মুজিব গেট এবং পল্লী বিদ্যুৎ সমিতির দু তলাতে ভবনে একটি মুজিব কর্নার স্থাপন করেছেন। মুজিব কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত অনেক ছবি রয়েছে। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সমিতির সবাইকে সাথে নিয়ে দিন রাত ২৪ঘন্টা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
প্রকৌশলী মোঃ আলী হোসেন প্রতিবেদককে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই কর্মসূচির আওতায় শেরপুর জেলা সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা সমূহকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
মুজিব কর্নার উদ্বোদনকালে ১৫আগস্ট এ নিহত সকল শহীদ এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর