সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় সড়ক দূর্ঘটনায় শিশু হাবিবার মৃত্যু

এম ইসলাম দিলদার, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলাধীন তেঁথুলিয়া বাজারে বৃহস্পতিবার (২৭আগস্ট) সকাল ১০ ঘটিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো হাবিবা (৭) নামের এক শিশু। স্থানীয় সুত্রে, বাঘা-আড়ানী রোডে তেঁথুলিয়া বাজারের চার রাস্তার স্থলে একটি ভুডভুডি আড়ানী গ্রামী ধাক্কা লেগে মুনসুর আলীর শিশু মেয়ে হাবিবার মৃত্যু হয়।এ সড়ক দূর্ঘটনার সময় স্থানীয় লোকজন ঐ ভুডভুডি গাড়ীটির চালক কে আটক করে। ভুডভুডির চাকার সাথে ধাক্কালেগে ছিটকে পড়ে শিশু হাবিবা। আহত অবস্থায় লোকজন উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসা অবস্থায় শিশুটি মারা যায়। দুর্ঘটনায় খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানা যায়। এই সড়ক দূর্ঘটনাতে কোন পক্ষের কোন অভিযোগ না থাকায় স্থানীয় ভাবে পুলিশ ও জনপ্রতিনিধিসহ ঘটনার মিমাংসা করা হয়।

এই বিভাগের আরো খবর