বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শোক দিবস উপলক্ষে নরসিংদীতে যুবলীগের মিলাদ ও গনভোজ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী দোয়া, মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর নরসিংদী রেলওয়ে স্টেশনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারন সম্পাদক শেখ শামীম, শহর ছাত্রলীগের সভপতি রাজিব সরকার সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন জেলা যুবলীগের ধর্ম বিষয় ফয়সাল রাজীব। মোনাজাতে জাতীর জনক ও পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়৷ মোনাজাত শেষে নরসিংদী রেল স্টেশন এর আশেপাশের সুবিধা বঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের সাথে গনভোজ করেন উপস্থিত নেতাকর্মীগণ।

এই বিভাগের আরো খবর