বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে গলায় ফাঁস দিয়ে অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে সুরাইয়্যা আক্তার (২২) নামের অনার্স পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার নকলা ইউনিয়নের খালপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। ওই গ্রামের ছোরহাব আলীর মেয়ে।

জানাগেছে, শেরপুর সরকারী কলেজের গনিত বিষয়ে অনার্স পড়ুয়া তৃতীয় বর্ষের ছাত্রী সুরাইয়্যা আক্তার (২২) নামে ওই ছাত্রী শনিবার বিকাল আনুমানিক সারে ৪ টার দিকে নিজ বসত ঘরের বারান্দার শয়ন কক্ষের কাঠের স্বারকের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
এদিকে ওই বাড়ীতে গিয়ে ছাত্রীর পারিবারিক সূত্রে জানাগেছে ওই ছাত্রী দীর্ঘদিন যাবত মানসিক অসুস্থ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলাসহ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর