শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই অনুশীলনে ফিরবেন সাকিব

স্পোর্টস ডেস্ক : পরশু দেশে ফেরেন সাকিব আল হাসান। ফিরবেন অনুশীলনে। তার আগে করতে দিয়েছেন করোনার পরীক্ষা। এর ফল নেগেটিভ এলেই দুই-তিন দিনের মধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি। যদিও করোনা পরীক্ষায় নেগেটিভ ফল নিয়েই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন তিনি। গতকাল বিকালে সাকিবের বনানীর বাসায় গিয়ে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য সেবা বিভাগের (ডিজিএইচএস) তিন কর্মী। 

প্রায় ১১ মাস আগে বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন সাকিব। আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ নেই তার।

এই বিভাগের আরো খবর