শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে বাড়ির ময়লা পানি বের করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বাড়ির ময়লা পানি বের করাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহতের ঘটনা ঘটেছে। গত রবিবার(০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার কাজিপুর গ্রামের বুড়িপোতা পাড়ায় বাড়ির ময়লা পানি রাস্তা দিয়ে বের করাকে কেন্দ্র করে আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন ও প্রতিবেশী মঙ্গলের ছেলে বিদ্যুৎ হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে বিদ্যুৎ হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন(২৮), মৃত আফিল উদ্দিনের ছেলে আতিয়ার রহমান(৫৫) ও আলেক উদ্দিন(৬৫), আতিয়ার রহমানের স্ত্রী নাজমা খাতুন(২৩) হামলা করে। এ হামলায় তারা রক্তাক্ত জখম হয়। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। নাজমুলের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সরকারী মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করেন। এ পর্যন্ত নাজমুল বাদে সবাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাজমুল হোসেন জানান, বিদ্যুৎ আমার বাড়ি যাওয়ার রাস্তা কেটে ড্রেন তৈরি করে বাড়ির ময়লা পানি বের করে। আমি তাকে বলি এভাবে ড্রেন করলে আমাদের যাতায়াত করা সমস্যা হয়। আপনি প্রয়োজনে এর ওপর দিয়ে বাসের চরাট অথবা পাইপ দিতে পারেন। একপর্যায়ে আমার কথায় চরম উত্তেজিত হয়ে বিদ্যুৎ, মৃত শামসুদ্দিনের ছেলে মঙ্গল(৪০), গঞ্জর(৬০), রফিকুল(৩৫),গঞ্জর ছেলে বাদশা(১৬) আমাদের উপর হামলা করে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর