শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে জনতার মুখে মুখে রবিনের জোয়ার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী তানোর পৌরসভা নির্বাচন কে সামনে রেখে মেয়র পদপ্রার্থী গুলো জনগণের দ্বারপ্রান্তে ছোটাছুটি শুরু করে দিয়েছে। মেয়র পদপ্রার্থীরা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে সাধারন ভোটারদের দারস্থ হয়ে মতবিনিময় করছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সমাজ সেবক, তারণ্যের আইডল, বৃদ্ধ-বণীতার ভালোবাসার মুখ,ত্যাগী আওয়ামী লীগের দের ভালোবাসায় সিক্ত, উদিয়মান নেতা আল হাসানুল কবির রবিন সরকার।

দীর্ঘ ২৪ বছরের অচলায়তন ভেঙ্গে তানোর পৌরসভার নতুন ইতিহাস গড়তে ও বিএনপির দখল কৃত চেয়ার আওয়ামীলীগ এর ঘরে ফিরিয়ে আনতে নতুন আগামীর প্রত্যাশায় পরিবর্তনের অঙ্গিকার নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে মেয়র পদপ্রার্থী আল হাসানুল কবির রবিন সরকার। তৃণমূলের নেতা-কর্মীদের মুখে রবিন সরকারের নামে জোয়ার লেগেছে। তাদের দাবি দলীয় প্রতীক পেতে যোগ্য ত্যাগি,তৃনমূলের ভালোবাসায় এগিয়ে মেয়র পদপ্রার্থী রবিন সরকার।

তানোর পৌরসভা আওয়ামী লীগের ক্লীন ইমেজের মানুষ পৌরসভার কৃতিসন্তান,৮০ দশকের ত্যাগি আওয়ামীগের যোগ্য সংগঠক মহিউদ্দিন সরকার(বাবুল সরকারের) সুযোগ্য সন্তান সৎ, যোগ্য, নীতিবান, শিক্ষিত,সময়ের সাহসী সন্তান। আসন্ন তানোৱ পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীতে এগিয়ে রবিন সরকার।

সরজমিনে তানোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে গিয়ে দেখা যায় মেয়র পদপ্রার্থী রবিন সরকার শুরু থেকেই ব্যাপক লোকজন নিয়ে পাড়া মহল্লা সহ সকল বাজারে মতবিনিময় করছেন প্রতিনিয়ত। সরজমিনে গিয়ে সাধারণ মানুষের মুখে শোনা যায়, পৌর বাসি ক্লীন ইমেজের মেয়র পদপ্রার্থী কে চায়। তাদের স্বপ্ন অন্যান্য পৌরসভার মতো আমাদেরর পৌরসভাৱ উন্নয়ন হবে।এবং তারা বহিরাগত প্রার্থী চাইনা বলে ছাপ জানিয়ে দিয়েছে। জনোগনের দ্বাবী তানোর পৌরসভার ইতিহাসে তারা আওয়ামীলীগ এর মেয়র পাইনি,এবার সেই স্বপ্ন পূরন করতে চাই। নাম প্রকাশে অনইচ্ছুক একজন প্রবিন আওয়ামীলীগ নেতা বলেন’ তানোর পৌরসভায় কখনো আওয়ামীলীগ এর মেয়র নির্বাচিত হয়নি,তবে এবার হবে আশা করছি।কিন্তু বহিরাগত লোককে জদি দল মনোনয়ন দেয় তাহলে এবার মেয়র পদ দলের হাত ছাড়া হয়ে যাবে,তাই যেমন ই হোক স্থানীয় কারো হাতে দলিও মনোনয়ন দিলে এবার মেয়র আওয়ামীলীগ এর ঘরে আসবে।

মেয়র পদপ্রার্থী আ:লীগ এর মনোনয়ন প্রত্যাশী রবিন সরকার পরিবর্তনের অঙ্গিকার নিয়ে অচলায়তন ভেঙ্গে নতুন আগামীর প্রত্যাশায় দুর্নীতি ও মাদক মুক্ত, স্বচ্ছ, স্বপ্নের নগর গঠন সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন, ন্যায় ও আদর্শের স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, টেকসই যোগাযোগ, ব্যবস্থা, পৌরসভার প্রানকেন্দ্র,থানাৱ মোড়েৱ উন্নয়ন, নিরাপত্তার পরিধি বৃদ্ধি সহ সাধারণ মানুষের অংশ গ্রহন ও জবাবদিহিতা মূলক জনবান্ধব নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে তানোৱ পৌরসভা নির্বাচনে অংশ গ্রহনের ইচ্ছা প্রকাশ করেন। দুর্নীতি করব না -করতে দেব না এই অঙ্গিকারে মেয়র পদে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যার্শা করেন আল হাসানুল কবির রবিন সরকার।

এই বিভাগের আরো খবর