শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ব্রীজের উপর সাঁকো,দুর্ভোগে জনসাধারন

তানভীর হোসাইন রাজু,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গার ধনিটারী গ্রামে ব্রীজের উপর সাঁকো তৈরি করে চলাচল করছে সাধারন মানুষ। ১৯৯৩ সালে ৪লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে কেয়ার বাংলাদেশের নির্মিত ব্রীজটি গত বছর বন্যার প্রবল স্রোতে ভেঙ্গে যায়। এতে করে সাধারন জনগনের চলাচল বন্ধ হয়। স্হানিয়রা কর্তৃপক্ষের দারস্ত হয়েও চলাচলের ব্যাবস্হা না করতে পারায় নিজেরাই স্ব-উদ্দ্যেগী হয়ে বাসের সাকো তৈরি করে। বর্তমানে সাকোটি যাতায়তের অযোগ্য হয়ে পরেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রীজটি দিয়ে পাটেশ্বরী,ধনীটারী,বিদুয়াটারী,কবিরাজ পাড়া,সেনপাড়া,বড়মানীসহ প্রায় ১৫টি গ্রামের ২০ হাজার মানুষের যাতায়ত। রিক্সা,ভ্যান,মরটরসাইকেল পাড়াপাড়ারের জন্য সাকোটি অযোগ্য। বিকল্প কোন পথ না থাকায় চলাচলের জন্য বাধ্য হয়েই ঝুকিপূর্ন সাঁকোটি দিয়ে পাড় হচ্ছে মানুষজন। বয়জৌষ্ঠ আখলাক মিয়ার মত অনেকে মনে করেন, স্হানিয় জনপ্রতিনিধিদের উদাসিনতার কারনে ব্রীজটি পূননির্মানে বিলম্ব হচ্ছে। তাদের অভিযোগ প্রতিনিয়ত ভাঙ্গা ব্রীজটি দিয়ে চলাচলে অনেকেই আহত হচ্ছে। দুর্ভোগ নিরসনে যত দ্রুত সম্ভব সেখানে একটি নতুন ব্রীজ নির্মানের জোর দাবী এলাকাবাসীর।

এই বিভাগের আরো খবর