স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে জেমকন খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। আগের ম্যাচ হারা খুলনা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। অন্যদিকে একাদশে পরিবর্তন আনেনি চট্টগ্রামও। প্রতিবেদন লেখার সময় খুলনার স্কোর ১০ ওভারে ৫ উইকেটে ৫৭ রান। সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয় (৬), সাকিব আল হাসান (৩), ইমরুল কায়েস (২১), মাহমুদউল্লাহ (১) ও জহিরুল ইসলাম (১৪)।
চট্টগ্রামের পক্ষে নাহিদুল ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেছেন।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম ও মুমিনুল হক।
জেমকন খুলনা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয়, (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।