শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হামার ছোয়াটা ধান কুড়ানোর আনন্দে মেতেছে 

তানভীর হোসাইন রাজু,কুড়িগ্রাম : হামার ছোয়াটা ধান কুড়ানোর আনন্দে মেতেছে। সোনালী রোদে ছোয়াটার মুখে যেন রুপালী হাসি। কথাগুলো বললেন কুড়িগ্রামের ফুলবাড়ির রমিজা বেগম। বিস্তির্ণ ধান খেত। ঘাসের শিশির মেখে শিশুদের কচি পায়ের দৌড়। সোনালী রোদে চাষীরা শুকিয়ে নিচ্ছেন সোনামাখা ধান। কেটে নেয়া ধানের গাছ থেকে মাটিতে ঝড়ে পড়েছে কিছুু ধানের শিষ। মাটিতে পড়ে থাকা ধানের শিশ দেখেই কচি পায়ের দৌঁড়।  ধানের শিস কুড়ানোর প্রতিযোগিতাও শুরু হয় রমিজা বেগমের শিশু বাচ্চার মতো অন্য বাচ্চাদের মাঝেও। কিছু ধান ইদুর নিয়ে গেছে গর্তে। জমানো খাবার হিসাবে হয়তো রেখেছিল তারা। শিশুর দল মাটি খুড়ে বের করছে সেসব ধান। এসব ধান কুড়িয়ে গ্রামীন শিশুরা জড়ো করছে বাড়িতে। অনেক ধান জড়ো হলে তারা পিকনিক খাবে সে ধান বিক্রি করে। পিতাই দিবে সে ধানের মূল্য। দু’চোখ চক চক করছে স্বপ্নে। ফুলবাড়ি উপজেলায় ধান কুড়ানো অনেক পুরোনো সংস্কৃতি হলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্কুল বন্ধ থাকায় ছুটির আমেজে তারা বন্ধুরা মিলে ধান কুড়োচ্ছে।

এই বিভাগের আরো খবর