মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াইলে ৬০পিছ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):কিশোরগঞ্জের তাড়াইলে ৬০পিছ ইয়াবাসহ নুর হোসেন (২২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।ধৃত নুর হোসেন উপজেলার রাউতি ইউনিয়নের রাউতি উত্তর পাড়ার মৃত কমর উদ্দিনের ছেলে।

জানা গেছে,মঙ্গলবার(০১ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে তাড়াইল উপজেলাধীন তাড়াইল টু পুরুড়া রোডের শিমুলহাটি হইতে কাওয়ালী পাড়াগামী রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচ হইতে রাত ১১.৩০ মিনিটের সময় ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ নুর হোসেনকে গ্রেফতার করে জেলা ডিবি অফিসের একটি দল।

অভিযানের নেতৃত্বে দেন এসআই রাজীব আহমেদ(পিপিএম), এএসআই নেছার উদ্দিন।ধৃত নুর হোসেনের বিরুদ্ধে তাড়াইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০( ক) ধারায় বুধবার(০২ডিসেম্ভর) মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০১।

 

 

এই বিভাগের আরো খবর