সাহাবী গাছ। ইংরেজিতে এ গাছকে বলা হয় The Blessed Tree। আজ ১৫০০ বছর হয়ে গেল, এখনো ঠাঁয় দাঁড়িয়ে আছে জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাঈ এলাকায়। আজও মরুভূমির মানুষগুলোকে ছায়া দিয়ে যাচ্ছে বিস্ময়কর এই গাছটি। পৃথিবীর বুকে এত বছরের পুরনো গাছ বেঁচে থাকার নজির আর দেখা যায়নি।
মরুভূমিতে শত বর্গ কিলোমিটার জুড়ে গত ১৫০০ বছর ধরে দাঁড়িয়ে আছে এই সাহাবী গাছ। গাছটিকে ‘সাহাবী গাছ’ নামকরণের পিছনে রয়েছে এক ইতিহাস।
সময়টা ছিল ৫৮২ খ্রিস্টাব্দ। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বয়স তখন ১২ বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার কারণে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। একসময় তাঁরা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি।
মহানবী (সা.) এবং তাঁর চাচা আবু তালিব এই মরুভূমি পাড়ি দেয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। বিশ্রাম নেয়ার জন্য তাঁরা জায়গা খুঁজছিলেন। কিন্তু মরুভূমিতে বসার জায়গা কীভাবে পাবেন! চারদিকে শুধু ধূ-ধূ বালি আর বালি।