রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ইদ্রিস (৫০) নামে এক ভটভটি আরোহী নিহত হয়েছে।
সোমবার ভোর আনুমানিক ৫টায় নওগাঁ শহরের দয়ালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত তছির উদ্দিন এর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ভটভটি টি মাছ নিয়ে মহাদেবপুরের শিবরামপুর থেকে ভোরে নওগাঁয় আসতেছিল।
পথিমধ্যে দয়ালের মোড়ে বিরতি নিয়ে ভটভটি দাঁড়িয়ে পাশের দোকানে চা পান করছিলেন । এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে সজোড়ে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ইদ্রিস নামে এই ভটভটি আরোহী নিহত হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই ট্রাকের চালক ট্রাকটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয় নাই। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।