শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

রাব্বি আহমেদঃ মেহেরপুরের গাংনীতে মটরসাইকেলের ধাক্কায় জোহরা খাতুন (৫৫) এক বিধবা মহিলা নিহত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতা নেওয়ার পর তার মৃত্যু হয়। জোহরা খাতুন উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের মৃত মুরাদ হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান,দুপুর ১২ টায় গাংনীতে আসার জন্য গাংনী-হাটবোয়ালিয়া সড়কের করিমপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন জোহরা খাতুন এসময় হাটবোয়ালিয়া এলাকা থেকে বেপোরোয়া গতিতে আসা গাংনী গামী একটি মটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে আহতবস্থায় তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানে পৌছানোর পর পরই তার মৃত্যু হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জোহরা খাতুনের মৃত্যু’র ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দূর্ঘটনার পরপরই মটরসাইকেল চালক পালিয়ে গেছে তবে মটরসাইকেল চালকের বাড়ি রাইপুরে বলে ধারনা করছে স্থানীয়রা।

এই বিভাগের আরো খবর