শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবদীতে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ আহত ২ জন

এম.শরীফ হোসেন, (মাধবদী) নরসিংদীঃ নরসিংদীর মাধবদীতে শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে নরসিংদী টু মদনগন্জ এলাকার (সাবেক রেল লাইন) এম এস স্পেশালাইজড কোল্ড ষ্টোরজ এর সামনের কালভার্ট এর পাশে এক মটর সাইকেল দূর্ঘটনা ঘটে।এতে মাধবদীর নুরালাপুর ইউনিয়নের আলগী খোঁচ পারা গ্রামের আঃ লতিফের ছেলে ফয়সাল(২১) মাথায় মারাক্তক আঘাত প্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় সাথে থাকা আরো দুইজন আহত হয় বলে জানায় স্থানীয়রা। তারা আরো জানায় দূর্ঘটনার খবর পেয়ে তারা দৌঁড়ে এসে দূর্ঘটনা কবলিতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত ডাক্তার পরিক্ষা করে ফয়সালকে মৃত ঘোষণা করে। ফয়সাল ও তার ২ সঙ্গীসহ তারা মোটর সাইকেল যোগে নরসিংদী যাচ্ছিল।এসময় তারা উক্ত স্থানে পৌঁছালে মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দূর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর