শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চান্দিনায় বাস উল্টে নিহত ২ জন

ডেস্ক নিউজ : কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষনিক সামসি বেগম (৫০) নামে একজনের পরিচয় পাওয়া যায়। সামসি বেগম বাড়ি নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামে। নিহত অপর পুরুষের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসে থাকা ৭ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন চালক, হেলপারসহ পাঁচ যাত্রী। হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর