বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে নামাজি ব্যক্তিরাও হবে জাহান্নামী শুধু ছোট্ট ভুলের !

মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায়সহ বিভিন্ন আমল করে থাকে। তবে অনেক নামাজি ব্যক্তিরাও জাহান্নামের আগুনে পুড়বে। এ সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্ট হুঁসিয়ারী দেয়া হয়েছে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তা’য়ালা বলেন,

“ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আ’ন-সালাতিম সাহুন।”

অর্থঃ অতএব দূর্ভোগ ঐ সমস্ত নামাযীদের জন্য, যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন।” সুরা আল-মাউন, আয়াত ৪-৫।

লক্ষ্যণীয় বিষয়ঃ

এখানে উদাসীন বলতে যারা নামায পড়ে, কিন্তু দেরী কড়ে পড়ে তাদেরকে বুঝানো হয়েছে। যেই ব্যক্তি নামায পড়ে কিন্তু দেরী করে পড়ে, তাকেই যদি জাহান্নামের ওয়াইল নামক স্থানে (জাহান্নামের একটি চূড়াতে) যেতে হয়, তাহলে যেই ব্যক্তি নামায পড়েই না তাকে জাহান্নামের আরো কঠিন ও ভয়াবহ স্থানে যেতে হবে।

Share this:

এই বিভাগের আরো খবর