আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতদেরকে নামাজ আদায়ের পাশাপাশি ছয়টি কাজ করতে বেশি উৎসাহ দিয়েছেন।এ বিষয়ে হযরত উবাদা ইবনে সামেত রা. থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে ছয়টি আমলের প্রতিশ্রুতি দাও,
আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি-
* কথা বললে সত্য বলবে।
* ওয়াদা করলে পূর্ণ করবে।
* আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে।
* লজ্জাস্থানের হিফাজত করবে।
* দৃষ্টি অবনত রাখবে।
* হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে।
[মুসনাদে আহমাদ]