মানবেতর জীবনযাপন যাপন করছেন মাদ্রাসা শিক্ষক, চেয়েছেন বিত্তবান ও হৃদয়বানদের সাহায্য
মানবেতর জীবনযাপন যাপন করছেন মাদ্রাসা শিক্ষক, চেয়েছেন বিত্তবান ও হৃদয়বানদের সাহায্য
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি, ১৮, ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর মাধবদী থানার শেখের চর, শাহ আবদুল খালেক দখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন মোহাম্মদ মনোয়ার আলী। দীর্ঘ ১৭ বছর শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি। শিক্ষকতা করা কালীন বিগত ১১ বছর আগে হঠাৎ ব্রেনস্টোক করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে আজ বড় দুঃসময়ে একা একটি মাটির ঘরেই কাটে তার দিন রাত্রি। ব্যক্তিগত জীবনে ৩ ছেলে ও ২ মেয়ের জনক শিক্ষক মোহাম্মদ মনোয়ার আলী। ছেলে ও মেয়েরা কেউই এখন তেমন খোঁজ নেন না বাবার। এদিকে দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে শিক্ষক মোহাম্মদ মনোয়ার আলীর জমানো সঞ্চয় খরচ করে বিক্রি করেছেন তার জমিজমাও। যতদিন শিক্ষক মোহাম্মদ মনোয়ার আলীর জমানো সঞ্চয় ও জমিজমা ছিলো ততদিন নিকট আত্মীয় স্বজন ও ছেলে মেয়েরা তার দেখভাল করতেন। কিন্তু আজ ৫ বছর যাবত যখন তার সঞ্চয় ও জমিজিরাত বিক্রির টাকা ফুরিয়ে যায় তখন আর কেউ খোজ নেন না তার। একমাত্র স্ত্রীকে নিয়ে এখন এই মাদ্রাসা শিক্ষকের দিন কাটে অর্ধাহার আর অনাহারে। দিন মজুর ৩ ছেলে প্রায়সময়ই একটি হুইলচেয়ার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ছেলেরা রাখেননি সেই কথা। শিক্ষক মনোয়ার আলীর স্ত্রী জানান তাদের ছেলেরা দিনমজুর তারা নিজেরাই সংসার চালাতে পারেন না তার উপর বাবা-মায়ের ভরণপোষণ ও চিকিৎসার খরচ কি করে বহন করবেন। এখন আর হুইলচেয়ার ও সুচিকিৎসার সপ্ন দেখেন না এই শিক্ষক এবং তার স্ত্রী। এখন কেবল দু’বেলা দুমুঠো ভাত খেতে চান তারা। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত পেতেছেন এই মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রী। তাদের সাহায্য করতে আসতে পারেন তার বাড়িতে পাঠাতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য।
সাহায্য পাঠাবার ঠিকানা –
মোহাম্মদ মনোয়ার আলী ( সাবেক সহকারী প্রধান শিক্ষক মাদ্রাসা)
গ্রামঃ – বাগেরশ্বর – পোঃ – আমদিয়া (১৬০৩)
থানাঃ- মাধবদী – জেলাঃ- নরসিংদী।
বিকাশে সাহায্য পাঠাতে পারেন- 01711472161 (পার্সোনাল)