দিনার চৌধুরী: নরসিংদীতে গত ১০ই জানুয়ারি মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া গ্রামের ৪৫ উর্দ্ধো বিধবা মহিলাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভিকটিম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ১/জাকির,২/ এমরান, ৩/বাছেদ, ৪/বসু’ র বিরোদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করে। মামলার দীর্ঘ দুই মাস পর গত ২৭ ফেব্রুয়ারী মাধবদী থানা পুলিশ ধর্ষণ মামলার আসামী বাছেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাছেদ দক্ষিণ চরভাসানিয়া গ্রামের মোঃ আহম্মদ আলীর ছেলে। মামলার বাদী জানায় আমি ন্যায় বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছি এবং বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।