বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে মাদকসহ ৩ জন গ্রেফতার

হিলি প্রতিনিধিঃ- হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বড় চেংগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান,সীমান্তবর্তী এই উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিনই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল উপজেলার বড় চেংগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদক আইনে মামলা দায়ের আজ দুপুরে পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন,জয়পুরহাট জেলার সদর থানার দক্ষিণ জামালপুর দুধীয়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মুকুল হোসেন (২৭),মুকুলের স্ত্রী চামেলী বেগম (২৫),আব্দুস সালামের মেয়ে মিনা খাতুন (৩৫)।

এই বিভাগের আরো খবর