মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ।(২ মার্চ মঙ্গলবার ) পুলিশ লাইনস্ ড্রীল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন র্যাংকের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
এছাড়াও সদ্য অবসর গ্রহণকারী পুলিশ সদস্য কনস্টবল/হাবিবুল্লা সরকার ও কনস্টবল/ফরিদ উদ্দিন খানকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারকসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উক্ত পুলিশ সদস্যদের জেলা পুলিশের সু-সজ্জিত গাড়ীতে করে নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।