বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, শনিবার (১৬ জানুয়ারি ) ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পলাশ থানাধীন মধ্য বাগপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ ফয়সাল (৩২), পিতা- লালু @ স্বপন, (২) মিন্নি (২১), স্বামী- ফয়সাল, উভয়সাং- ঘোড়াশাল মিয়াপাড়া, (৩) সাহিদা (৩৩), স্বামী- হিরু মিয়া, সাং- চরপাড়া, সর্বথানা-পলাশ, জেলা- নরসিংদীদের ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ফয়সালের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটা মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। এ সংক্রান্ত পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর