সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

ডেস্ক নিউজ : মানুষের বিবাদ মিটিয়ে দাও

ইরশাদ হয়েছে, ‘মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে…।’

(সুরা : হুজুরাত, আয়াত : ৯)

মুমিনরা পরস্পর ভাই ভাই

ইরশাদ হয়েছে, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০)

কাউকে নিয়ে উপহাস কোরো না

ইরশাদ হয়েছে, ‘কোনো পুরুষ যেন অন্য পুরুষকে নিয়ে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারীর চেয়ে উত্তম হতে পারে। আর কোনো নারী যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয়, সে উপহাসকারিণীর চেয়ে উত্তম হতে পারে…।’

(সুরা : হুজুরাত, আয়াত : ১১)

কাউকে মন্দ নামে ডেকো না

ইরশাদ হয়েছে, ‘…তোমরা একে অপরের প্রতি দোষারোপ কোরো না। তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ। যারা তাওবা করে না, তারাই সীমা লঙ্ঘনকারী (জালিম)।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১১)

খারাপ ধারণা ও গিবত থেকে বেঁচে থেকো

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা অধিক অনুমান থেকে দূরে থেকো। কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। আর তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান কোরো না এবং একে অন্যের পশ্চাতে নিন্দা কোরো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে…?’

(সুরা : হুজুরাত, আয়াত : ১২)

এই বিভাগের আরো খবর