শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে গাঁজাসহ যুবক আটক

হিলি প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ হাসান আলী (২২) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব জগন্নাথপুর রেলগেটের পাশ থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।পরে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার জগন্নাথপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ হাসান আলীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দ্বায়ের পূর্বক আজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যাক্তি দিনাজপুর জেলার বিরামপুর থানার অচিন্তপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

 

এই বিভাগের আরো খবর