শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মাশরাফির ছোট ভাই করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : দেশের সফলতম ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবারের আরেক সদস্য করোনায় শনাক্ত হয়েছেন। মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্তজা গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হন।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে নিজেই এ তথ্য জানান তিনি।

সুস্থতা এবং ভিত্তিহীন খবর সম্পর্কে সোমবার (২২ জুন) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাশরাফী বলেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

এর আগে শুক্রবার (২০ জুন) মাশরাফিও সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

জানা যায়, মাশরাফী করোনায় আক্রান্ত হওয়ার আগে তার শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

এই বিভাগের আরো খবর