শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ তাপমাত্রা বাড়তে পারে

ডেস্ক নিউজ : মৌসুমী বায়ু উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে হয়ে আসাম পর্যস্ত বিস্তৃত রয়েছে। তবে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার আবহওয়ার পূর্বাভাস খবরে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস খবরে আরও বলা হয়, আজ বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত রাতে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১৫ কি.মি.। আর ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২%।

এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরো খবর