রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলা হাসপাতালে ছাদের আস্তরণ ধসের পরার আতঙ্কে রোগীরা

শেরপুর প্রতিনিধি: ৫০ শয্যা বিশিষ্ট শেরপুরের নকলা হাসপাতালের এন.সি.ডি কর্ণারের ১১৭ নাম্বার কক্ষের ছাদের আস্তরণ ধসে পড়েছে। ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ছাদের আস্তরণ ধস হওয়াতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় রোগী ও হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাযায়, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু সকালে হাসাপাতলে যান ডাক্তার দেখাতে। হাসপাতালে এন.সি.ডি কর্ণারের ১১৭ নাম্বার কক্ষের ভিতরে প্রবেশ করে দেখেন চিকিৎসকরা বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। পরে তার সমসার কথা বলা শুরু করতেই হঠাৎ ছাদের আস্তরণ ধসে পড়ে। পরে অন্যান্য রোগীসহ চিকিৎসকরা দৌড়াদৌড়ি শুরু করে। এ ঘটনায় কর্মরত চিকিৎসক ও কর্মচারীরাসহ রোগীরা আতঙ্কিত বোধ করছেন। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নকলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মজিবর রহমানকে জানানে তিনি বলেন, সেই কক্ষটি ঝুঁকি পূর্ণ। হাসপাতালের রিপিয়ারিংয়ের টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।

এই বিভাগের আরো খবর