শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

শেরপুর প্রতিনিধি: “খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান” প্রধানমন্ত্রীর নির্দেশিত ও কেন্দ্রী কমিটির কর্মসূচি অংশ হিসাবে শেরপুরের নকলায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু’র ব্যক্তিগত আয়োজনে উপজেলা পরিষদ ও কৃষক প্রশিক্ষন কেন্দ্রের চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু সহ অনেকে। ।
সৈয়দা উম্মে কুলসুম রেনু জানান, আমি মুজিব বর্ষ উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, ঔষধী, বনজ ও শোভা বর্ধন গাছ রোপন করব। আজ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বৃক্ষ রোপন অভিযান শুরু করলাম।

এই বিভাগের আরো খবর