হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করেছে ইউপি চেয়ারম্যান মোখলেচ্ছার রহমান।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ।
আজ শনিবার দুপুরে খট্রামাধবপাড়া ইউনিয়নের ১৫০টি পরিবারের মাঝে ৫টি মাস্ক, ৩পিচ সাবান, ১ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
১নং খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান জানান, করোনাভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় অনেকেই মাস্ক ছাড়া বাহিড়ে চলাচল করছে। এতে করে করোনাভাইরাস একজন থেকে অন্য জনকে আক্রান্ত না করতে পারে সেই লক্ষে আমি প্রতিনিয়ত মানুষকে সচেতন করে যাচ্ছি এবং সরকারের দেওয়া প্রায় ৫০০ মাস্ক এবং নিজ উদ্দোগ্যে ১ হাজার মাস্কসহ সাবান বিতরণ করেছি।
তিনি আরও জানান, তার ইউনিয়নের বিভিন্ন বাজারে গ্রাম পুলিশ রাখা হয়েছে। যদি কেউ মাস্ক ছাড়া বাজারে আসে তবে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যহত থাকবে।