শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে গৃহবধু গণধর্ষনের শিকার, ২ ধর্ষক গ্রেফতার

শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধু গণধর্ষনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটে ২৭ জুন শনিবার উপজলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে। ধর্ষিতা গৃহবধু (২৭) শেরপর সদর উপজেলার মোবারকপুর গ্রামের খোরশেদ আলীর স্ত্রী ও ২ সন্তানের জননী। শনিবার সকালে ওই গৃহবধু শ্রীবর্দী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের খালাত ভাই মাসুদের সাথে গজনী অবকাশকেন্দ্রে ভ্রমণে রওনা দেয়। যখন বাকাকুড়া গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছায়। তখন স্থানীয় কতিপয় বখাটে ওই গৃহবধূকে ইজিবাইক থেকে নামিয়ে নেয়। পরে জঙ্গলে নিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। খবর পেয়ে ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালায় এবং ধর্ষিতাকে উদ্ধার ও দুই ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বাঁকাকুড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে খোকন মিয়া (২৬), ও শহীদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২০)। বিকালে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার শেরপুর সদর সার্কেল আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপর আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ ও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর