রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ৬% ছাড়ে ঔষুধ বিক্রি,খুশি নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবার

হিলি প্রতিনিধিঃ- করোনা মহামারীর মধ্যে দেশের বিভিন্ন স্থানে এক প্রকার অসাধু ঔষুধ ব্যবসায়ী যখন বেশি দামে ঔষুধ বিক্রি করছে ঠিক তখনই নিন্মবিত্ত ও মধ্যবিত্তসহ সবার কথা চিন্তা করে ৬% ছাড়ে ঔষুধ বিক্রি শুরু করেছে হিলির ঔষুধ ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে ঔষুধ ব্যবসায়ীদের সম্মিলিত একটি বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহনের পর থেকে এই কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ী সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে ওষুধের গায়ের এমআরপি মুল্য থেকে শতকরা ৬% ছাড় দিয়ে ওষুধ বিক্রি শুরু করেছেন। এবং সপ্তাহে একজন ডাক্তার দ্বারা গরীবদের ফ্রি চিকিৎসা হবে।

হিলি বাজারে ওষুধ ক্রয় করতে আসা মিজানুর রহমান জানান, আগে বাজারে এমআরপি মোতাবেক ওষুধের দাম নিতো। আজ দেখছি তারা ৬% ছাড়ে ওষুধ দিলো। করোনাকালীন ওষুধের দাম কমায় আমরা খুশি ।

হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি এ ধরনে উদ্যোগ খুবই ভালো। তারা ৬% ছাড়ে ওষুধ বিক্রিসহ বিনা ভিজিটে সপ্তাহে একদিন ডাক্তার দ্বারা জনগনের চিকিৎসা সেবা করার উদ্যোগ নিয়েছে এটা একটি মহৎ উদ্যোগ ।

 

এই বিভাগের আরো খবর