বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ৪শ ৪৬ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ একজন আটক

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪শ ৪৬ বোতল ফেন্সিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ জামিল আলী নামের একজনকে আটক করেছে র‌্যাব-১৩।

দিনাজপুর র‌্যাব-১৩ সিনিয়র সহকারি পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটন্যান্ট আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় প্রেসবিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

তিনি আরো জানান,মাদকের বড় একটি চালান সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দ্যেশে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঘোড়াঘাট উপজেলার ৭নং ওর্য়াড হিলির মোড় লালমাটিয়া নামক এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তাতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় রাখা ৪শ ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জামিলকে আটক করা হয়। র‌্যাব বাদী হয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করা হয়েছে।

আটককৃত জামিল আলী (২৬) হলেন,বগুড়া জেলার কাহালূ উপজেলার সাকাটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

 

এই বিভাগের আরো খবর