মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে গাঁজা ও সরঞ্জামসহ ১০জন আটক

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ১০জনকে আটক করেছে পুলিশ।

(৪ জুলাই) গতরাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিপুর ও কাথুলি গ্রামে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো,কাজিপুর মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে মহন(২০), আব্দুল হকের ছেলে সোনারুল ইসলাম(১৯),মৃত সামাদ আলির ছেলে নয়ন আলি(২১), মো: তাজিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম(২০), মৃত মজিরুদ্দিন ফকিরের ছেলে রেজাউল করিম (৫১), মৃত আ: আজিজের ছেলে সোহেল ওরফে বিদ্যুত (৪০), পোস্ট অফিস পাড়ার রফিকুল ইসলামের ছেলে মিলন মনন্ডল,পশ্চিম পাড়ার মিরাজ মিরাজ আলির ছেলে আরজ আলি(৩২), বৈরাগী পাড়ার আঃ রহমানের ছেলে নজরুল ইসলাম ওরফে ধলু মিয়া(৩০), কাথুলি গ্রামের মসজিদ পাড়ার নওশাদ আলির ছেলে আবুল বাশার (২১) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের মধ্যপাড়ার শরিফুল ইসলামের ছেলে আল হাজান(৩৫)।

গাংনী থানা সুত্রে প্রকাশ, পির্তলা ক্যম্প ইনচার্জ এস আই বাবলুর নেতৃত্বে কাজিপুর থেকে ১শ’গ্রাম ও এসআই নুর ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ৭০ গ্রাম  গাঁজাসহ তাদের আটক করা হয়।

ওসি ওবাইদুর রহমান জানান, আটককৃতদের মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলায় মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর