শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি সভাপতির আসলে কি হয়েছে ?

স্পোর্টস ডেস্ক : দেশজুড়ে চলমান করোনা সংক্রমণের মাঝে গুজব ছড়িয়ে পড়েছিল যে, বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন গুরুতর অসুস্থ। তাকে ইংল্যান্ডে নেওয়া হয়েছে। তবে এই খবরটি পুরোটাই গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। বিসিবি সভাপতি মোটেও গুরুতর অসুস্থ নন। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই লন্ডনে গিয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই সেটাও নাজমুল হাসানের প্রোস্টেটে সমস্যা আছে। এর আগে বিভিন্ন সময় তিনি সিঙ্গাপুর ও ইংল্যান্ডে এর চিকিৎসাও করিয়েছেন। এছাড়াও তিনি নিয়মিত মেডিক্যাল চেকআপ করাতে বিভিন্ন সময় দেশের বাইরে যান। গত জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি আবারও ইংল্যান্ড গেছেন মেডিক্যাল চেকআপ করাতে। এরপর হোম কোয়ারেন্টিন শেষ করে ডাক্তার দেখাবেন তিনি।

বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘বোর্ড প্রধানের প্রোস্টেট সমস্যা পুরনো। গত বছর বিশ্বকাপের সময়ই লন্ডনে দেখানো হয়েছিল। তখন চিকিৎসকরা বলেছিলেন, আপাতত চিকিৎসা চলুক। তবে একটা পর্যায়ে গিয়ে হয়তো সার্জারি লাগবে এবং সেটা এ বছর জুনেই নির্ধারণ করা হয়েছিল। কাজেই বিসিবি সভাপতি আগে থেকে তার চিকিৎসকের সাথে যোগাযোগ করেই অপারেশনের পূর্ব প্রস্তুতি নিয়ে লন্ডন গেছেন।’

এছাড়া বিসিবি সভাপতির সহকারী তওহিদ মাহমুদ বলেছেন, ‘স্যার গুরুতর অসুস্থ নন, তিনি লন্ডন গিয়েছেন রেগুলার চেকআপ করাতে। ওনার প্রোস্টেটের একটা সমস্যা আছে। আরো আগেই হয়তো যেতেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় উনি যেতে পারেননি। স্যার এখন লন্ডনে হোম কোয়ারেন্টিনে আছেন। আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।’

এই বিভাগের আরো খবর