শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবুর হাটে কোন ক্রয়- বিক্রয় হবে না অর্ডারের ভিত্তিতে মালামাল পাঠিয়ে দেয়া হবে

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ চলমান পরিস্থিতিতে বাবুরহাট বাজার সীমিত আকারে চালু রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতির চাকা চালু রাখতে জেলার অর্থনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র বাবুরহাট বাজারের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মকৌশল নির্ধারণে সংশ্লিষ্ট বাজার সমিতির প্রতিনিধি ও শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের সাথে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। বাবুরহাট বাজারকে নরসিংদীর অর্থনীতির লাইফলাইন হিসেবে অভিহিত করে সভাপতি তাঁর বক্তব্যে উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রাপ্ত তথ্যাদি ও বাজার কমিটির প্রস্তাবনা পর্যালোচনা করে  স্বাস্থ্যবিধি মেনে ও শর্তসাপেক্ষে সীমিতভাবে বাবুরহাট বাজার চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। এতে করে নরসিংদীর ব্যবসায়িক অর্থনীতি পুনরায় চাঙ্গা হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। উল্লেখ্য বাবুর হাটে কোন ক্রয়- বিক্রয় হবেনা শুধুমাত্র পাইকারী ক্রেতাদের অর্ডারের ভিত্তিতে মালামাল পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে।

এই বিভাগের আরো খবর