শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে আরো ৩৪জন করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে আরো ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার জেলায় ১০১ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজেটিভ। আর নেগেটিভ রিপোর্ট আসে ৬৭ জনের। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৯ জন, হাইমচরে ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ১০ জন এবং কচুয়া উপজেলায় ৩ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ হাজার ২৮৫ জন। এর মধ্যে ১১ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮১ জন। মারা গেছেন ৬৬ জন।
চাঁদপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১ হাজার ২৮৫ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় সনাক্ত হয়েছেন ৪৯৬ জন, হাইমচর উপজেলায় ৯৩ জন, মতলব উত্তর উপজেলায় ৮১ জন, মতলব দক্ষিণে ১৪৯ জন, ফরিদগঞ্জে ১৫২ জন, হাজীগঞ্জে ১২৭ জন, কচুয়ায় ৫৪ জন, শাহরাস্তিতে ১২৮ জন।

মৃত ৬৬ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচরে ১ জন।

 

এই বিভাগের আরো খবর