শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি : শ্রীবরদীতে পুকুরে গোসল করতে গিয়ে সীমা নামে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের মধ্য লংগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আজিজুলের কন্যা সীমা তার খেলার সাথী রবিন ও জোনাইদকে নিয়ে বৃষ্টির পানিতে ভিজে বাড়ির পাশে শওকত আলীর পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় সীমা পুকুরের পানিতে ডুবে যায়। পরে রবিন ও জোনাইদ বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন পুকুর থেকে সীমার লাশ উদ্ধার করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর